সিরাম ফর ড্যামেজড স্কিন!
ত্বকের যত্নে আপনি কি কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন! এতে কি আপনার ত্বকের কোন পরিবর্তন হচ্ছে! নাকি ত্বক দিন দিন আরও নিষ্প্রাণ হয়ে যাচ্ছে! যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার প্রশ্নের সমাধান আছে আজকের পোস্টে –
* ড্যামেজ স্কিন এর জন্য পারফেক্ট সল্যুশান হচ্ছে “সিরাম”। এটি মূলত ত্বকের কোষগুলোকে নতুনভাবে জাগিয়ে তুলতে সাহায্য করে। সিরাম ব্যবহারে যেকোন উপাদান খুব সহজেই ত্বকের গভীরে প্রবেশ করতে পারে।ফলে এটি ত্বকে খুব দ্রুত কাজ শুরু করে এবং ড্যামেজ ত্বককে সারিয়ে তোলে।
*শুধু তাই নয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি গভীরে গিয়ে আর্দ্রতা বজায় রাখে। ফলে ত্বক হয় আর ও উজ্জ্বল এবং প্রানবন্ত।
*আপনার বর্তমান স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের পরেও যদি আপনার ত্বকে কোন পরিবর্তন না আসে, সেক্ষেত্রে আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো মানের সিরাম ব্যবহার করে দেখতে পারেন।
*রাতে শোয়ার আগে ফেইস ভালো করে ক্লিন করে সিরাম লাগিয়ে নিন। নিয়মিত ব্যবহারে কিছুদিনের মধ্যেই আপনার স্কিনে ইতিবাচক কিছু পরিবর্তন লক্ষ্য করবেন।