3

এই ভ্যাঁপসা গরম আর সূর্যের প্রখরতায় ত্বকের ১২টা বেজে গেছে অনেকেরই! প্রতিদিনের ব্যস্ততায় সময় করে ত্বকের যত্ন নেওয়ার সুযোগ হচ্ছে না নিশ্চয়ই? চিন্তা নেই! শত ব্যস্ততার মাঝেও ইন্সট্যান্ট গ্লো পেতে বন্ধুত্ব করে ফেলুন অ্যালোভেরা জেলের সাথে।

– ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল এবং গোলাপ জল একসাথে মিশিয়ে মুখে লাগান।

– দুই টেবিল চামচ ‘অ্যালোভেরা’ জেল আর পরিমানমত লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি পনেরো মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এরপর মুখ ধুয়ে নিন। এটি ত্বকের রোদে পোড়া ভাব এমনকি ত্বকের কালদাগ দূর করবে।

– কনুই বা হাঁটুর কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল নারকেল তেলের সাথে মিশিয়ে লাগান।

– এছাড়াও নাইট ক্রিমের বিকল্প হিসেবে প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন এই অ্যালোভেরা জেল যা আপনাকে দিবে দাগহীন কোমল এবং উজ্জ্বল ত্বক।