3

আজকাল #সানস্ক্রিন আমরা সবাই কমবেশি ব্যবহার করে থাকি। কিন্তু আসলে এটা ঠিক কী কাজ করে এবং কেন এটা আমাদের স্কিনের জন্য অপরিহার্য, এই ব্যাপারটা অনেকের কাছেই এখনও অব্দি পরিষ্কার নয়!

তাই জেনে নিন #সানস্ক্রিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য-

# সানস্ক্রিন ত্বককে শুধু বাইরের রোদ থেকে সুরক্ষিতই রাখে না, এটা ত্বকে জোগায় এক্সট্রা নিউট্রেশন।

# সানট্যান দুর করার পাশাপাশি এটি ত্বকের আদ্রতা বজায় রাখে।

# ঘরে কিংবা বাইরে কোনও না কোনও ভাবে সূর্যের UVA এবং UVB রশ্মি আমাদের পিছু নিচ্ছেই, তাই এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিনের বিকল্প নেই।

# তবে অবশ্যই ত্বকের ধরণ বুঝে সানস্ক্রিন নির্বাচন করতে হবে। কম্বিনেশন স্কিন যাদের তাদের চিন্তার কোনো কারন নেই। কিন্তু অয়েলি স্কিনের জন্য অবশ্যই ওয়াটার বেইজড সানস্ক্রিন এবং ড্রাই স্কিনের জন্য ন্যাচারাল অয়েল বেইজড সানস্ক্রিন বেছে নিতে হবে এবং তা যেন ৫০ এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

# রোদে বের হওয়ার ১৫-২০ মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। দুই ঘণ্টা পর পর পুনরায় এটি অ্যাপ্লাই করা যাবে।

শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সব ঋতুতেই অপরিহার্য সানস্ক্রিন। তাই আর দেরি না করে বেছে নিন আপনার ত্বক উপযোগী পছন্দের সানস্ক্রিনটি।