3

সুস্থ, সুন্দর ত্বকের জন্য চাই একটি ভালমানের ময়েশ্চারাইজার। এতে ত্বক হয়ে উঠে আরও কোমল এবং মসৃণ। ফলে ত্বকের উজ্জ্বলতাও অনেকটা বৃদ্ধি পায়। দেখা যায় আমরা অনেকসময় না বুঝেই ময়েশ্চারাইজার ব্যবহার করি বাট এতে ত্বকে কোন চেইঞ্জ আসে না । কিন্তু আপনি যদি আপনার ত্বকের ধরন অনুযায়ী ভালমানের কোন ময়েশ্চারাইজার ব্যবহার করেন তবে অবশ্যই আপনি এর কার্যকরী প্রভাব লক্ষ্য করবেন। কেননা ময়েশ্চারাইজার ত্বকে পানি ও তেলের ভারসাম্য বজায় রাখে। এছাড়াও ময়শ্চারাইজার স্কিনের ময়েশ্চার ধরে রেখে স্কিন সেলগুলকে অনেক হেলদি আর শক্তিশালী করে তুলে।

তাই ময়েশ্চারাইজার কেনার সময় কতগুলি বিষয় মাথায় রাখুন-

১. ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিন।
২. ময়েশ্চারাইজার যেন এস পি এফ সমৃদ্ধ হয় কেননা এতে আলাদা করে কোন সানস্ক্রিন লাগাতে হয়না।
৩. ময়েশ্চারাইজার টি যেন অতিরিক্ত তেল নিয়ন্ত্রন করতে পারে কোন স্টিকি ফিলিংস ছাড়াই।
৪. কেনার সময় অবশ্যই প্রোডাক্টটির মান যাচাই করে নিন।
৫. আর আপনার সাধ্যের মধ্যে ভালো কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার কিনুন।